♡ না ফেরার দেশে ♡
- আবার নতুন একজন এলো তাহলে সদস্য , দেখি গিয়ে কে এলো ?
- এই ছোকরা , নতুন যে মহিলা এসেছে তার ঘর কত নম্বর রে ।
-( ছোকরা ) কি দাদু দুদিন পর ঘাটে উঠবে এখনো এতো ছুকছুক কিসের ? - তবে রে হতচ্ছাড়া ,যাহ ভাগ এখান দিয়ে ।
- দাদু ৪৫ নম্বর ।
- যাই গিয়ে আমি আলাপ করি মহিলার সঙ্গে ।
(ঠকঠক)
(ওপাশ দিয়ে এক মহিলার কন্ঠস্বর ) কে ? - নতুন এলেন তাই ভাবলাম আলাপ করি ।
দরজা খুলে গেলো , হতভম্ব হয়ে দাড়িয়ে রইলেন দুজনেই
- ঘরে আয় ।
- কেমন আছিস , তা নিজের সংসার ছেড়ে এখানে কেনো এলি
- (দীর্ঘশ্বাস ফেলে )সংসার , এখন আর আমার নেই সবটাই আমার বউমা নিয়ে নিয়েছে । তা বল তোর ও কি একই দশা ।
- আমার আবার সংসার , জীবনে বিয়েই করলাম না আবার সংসার ।
- মানে , কেনো বিয়ে করলি না ?
- কি আর করবো বল জীবনে একজনকেই ভালোবেসে কয়েকটা দামি মুহুর্ত কাটিয়েছিলাম ।
- তা কে সেই তোর হৃদয়হরণী নারী ।
- আজ আর বলতে বাধা নেই সেটা তুই । তোর সঙ্গে বিচ্ছেদের পর আর কাউকেই ভালোবাসতে পারেনি ।
( চোখ ছলছল করে উঠলো) - সত্যি , এতোটা আমাকে ভালোবাসেছিলিস , কিন্তু আমি কিনা তোকে সেই কষ্ট দিয়েছি।
- সেসব কথা ছাড় , আজ দুজনেই বয়সের শেষ সীমায় , আজ আর সেসবের কোনো দাম নেই।
- আজ থেকে যতদিন বাঁচবো ততদিন কি একসঙ্গে থাকতে পারি না আমরা ।
- জানিসি তোকে প্রত্যাখ্যান করার ক্ষমতা আমার নেই, আর আমিও তোর সঙ্গে শেষটুকু কাটাতে চাই
( পরেরদিন ভোরবেলা )
সুদীপ্তবাবু দরজা ভেঙে বার করা হয় তার দেহ, রাতে হার্ট অ্যাটাকে মারা যায় কিন্তু মারা যাওয়ার আগে বিজয়ীর হাসি হেসেই পরলোকে গেলেন। সবাই শেষকৃত্য করে ফেরার পর জানতে পারলো পায়েলদেবীও আর নেই, উনিও হার্ট অ্যাটাকে চলে গেলেন না ফেরার দেশে ,হয়তো কোথাও তারা নিজেদের কথা রাখতে পেরে খুশি । , হয়তো পরের জন্মেই না হয় তারা এক হলো……………
.
.
.
ছবি : #সংগৃহীত
কলমে ও টাইপোগ্রাফিতে – সংগ্রাম
ছবি সংগ্রহ এবং এডিটিং : তুহিন