প্রিয়তমা
সময়ের স্রোতে ভেসে
চলে যাচ্ছিস দূরে,
এতটাও তো দূরে যাওয়ার কথা ছিলনা তোর,
আমাকেও ফিরতে দিচ্ছে না,
এই স্রোতের টান আমাকেও
অনেক দূরে ঠেলে দিচ্ছে,
আমার নৌকোর পাল ভেঙে গেছে
তোর অভিমানের ঝড়ের কবলে পড়ে,
তাও স্রোতের বিপরীতে ,
একবার তোকে কাছে পাওয়ার এক অদম্য আকর্ষণে
এগিয়ে চলেছি,
আরো একবার কাছে আয়,
আরও একবার আমাকে ছুঁয়ে
জীবন্ত করে তোল আমার মরা স্বপ্ন গুলোকে,
আরও একবার তোর হাসির শব্দ শুনতে দে আমাকে,
আরও একবার আমাকে তোর উষ্ণতায় ভরিয়ে দে,
তোর মুখের ওপর পড়ে থাকা অবাধ্য চুলটাকে সরাতে দে,
চুল গুলোকে ছুঁয়ে এই জীর্ণ আঙুলগুলোকে
আরও একবার শিহরিত হতে দে,
তোকে দুচোখ ভরে দেখতে দে,
আরও একবার তোর ঘ্রাণে আমাকে মাতোয়ারা হতে দে,
আরও একবার তোর অভিমান ভাঙাতে দে আমাকে,
আরও একবার আমার ঠোঁট তোর ঠোঁটে ছুঁয়ে যেতে দে…
আরও একবার আমাকে তোর হতে দে…
আরও একবার তোকে প্রিয়তমা বলে ডাকতে দে।
.
.
কলমে – দেবদূত
টাইপোগ্রাফি – সংগ্রাম