না আজ আর আটকিও না,
অনেক হলো নাটক নাটক খেলা,
আমি জানি তুমি ভালো নেই
তুমিও জানো তোমাকে ভালো রাখতে গিয়ে আমি ক্লান্ত,
আজ নাহয় এখানেই টানলাম ইতিটা।
আমিও একটু শান্তির খোঁজ করি,
নাহয় পাখা মেলে যাও উড়ে তুমি।
চিন্তা নেই বিদায়বেলায় আমার মুখে হাসি দেখে যাবে তুমি,
নাহয় থাকলো খাদ মেলানো সেই হাসিতে ,
তবুও তোমার মুক্তির দিনে নাহয় চোখের ঝাপসা ভাব কে রাখলামই লুকিয়ে,
কার কি বা আসে যায় তাতে?
তুমিও তো লড়াই করলে,
আমার মতো এক ধূসর, রুক্ষ মানুষের সাথে,
আমাকে বদলানোরও তো অনেক চেষ্টা করলে,
বিশ্বাস করো নিজেকে বদলানোর তো আমিও চেষ্টা করলাম তোমার জন্যে,
কিন্তু উভয় পক্ষই আজ পরাজিত,
উভয় পক্ষই আজ ক্লান্ত,
তার চেয়ে তুমি আবার ডানা মেলে যাও উড়ে,
আমি নাহয় থাকলাম আকাশ পানে চেয়ে।
.
.
. কলমে: দেবদুত গাঙ্গুলী
. ছবি #সংগৃহীত
. টাইপোগ্রাফি : Srinjoy Sarkar