পড়ে রয়েছি কোনো অন্ধকার গলিতে,
কোথায়, কার কাছে যাবো ফিরে?
যেই দেখে কাপর চাঁপা দেয় মুখে..
ওরাই কি ভয় পায়?
যদি চিনে ফেলি,
তাদের নাম ধরে যদি ডেকে ফেলি..
যদি তাদের মুখোশটা টেনে ছিড়ে ফেলি..
সমাজের চোখে অসামাজিক আমি,
তোমাদের কাছে এক উপদ্রব আমি,
হয়তো আমাকে অনেকে দেখেও না দেখার ভান করে
হয়তো কেও পছন্দ করেনা আমাকে,
তোমাদের মতো মিঠে রোদ্দুর ছোয়না আমাকে,
তোমাদের মত হিমেল পরশের কোনো অস্তিত্ব নেই আমার কাছে,
তোমার শহর ঢাকের আওয়াজে মুখরিত হয়,
আমার ঘুপচি গলি থাকে অন্ধকারময়,
আমি পড়ে রই এই অন্ধকার রাজ্যে,
শিশির বিন্দুর অস্তিত্ব টের পাই,
ঠাণ্ডায় জড়তা আসে,
নড়তে পারিনা আমি,
নড়তে চাইনা আমি,
এই আছি বেশ ভালো,
অস্তিত্বের লড়াই লড়ে
ক্লান্ত খুব….
আজ আমি একা খুব….
.
.
.
কলমে – দেবদূত
টাইপোগ্রাফিতে – সংগ্রাম