স্যার, এক কাপ দুধ হবে|•••••?
প্রশ্নটা, মুনমুন করেছিল কোনো এক স্টার হোটেলের রিসেপশনিস্টকে••••••
মুনমুন বেশ সম্পন্ন ঘরের মেয়ে, হাসব্যান্ড ডক্টর, ওর কোনোদিন কোনোকিছুর অভাব হতে পারে সেই ধারনাটাই ছিল না ৷
গত শনিবার হটাৎ করে বনগাঁ থেকে মুনমুনের শ্বাশুরী মা এর ফোন এলো, মুনমুনের শ্বশুর মশায়ের শরীরটা একটু বেশী খারাপ ৷ সন্ধ্যা হয়ে আসছে, শচীন তখোনো পেশেন্ট দেখছে, ঘরের সঙ্গে লাগোয়া ডিসপেন্সারীতে ৷
যাই হোক, ওরা ওদের ৬ মাসের বেবীকে নিয়ে বেরিয়ে পরল ওদের XUV তে করে, সঙ্গে ড্রাইভার ভোলা৷
খানিকটা দুর আসার পর, মুনমুনের মনে পড়ল, বেবীর দুধ গরম করে ঠান্ডা করার জন্য ডাইনিং টেবিলের ওপরেই রেখে চলে এসেছে ৷ শচীনকে বলাতে ও সাজেস্ট করল, কোনো হোটেল থেকে নিয়ে নিতে ৷
হোটেলের রিসেপশনিস্ট: ইয়েস ম্যা’ম হবে, 100/- লাগবে ৷
আচ্ছা দিয়েদিন ৷
বনগাঁ পৌঁছে, শচীন বাবার লাইন অফ ট্রিটমেন্টটা চেক করে দেখে বলল, কোনো প্রবলেম হবে না মনে হয়, হটাৎ করে গরম বারার জন্য প্রেশার ফল করে গেছে ৷
ঠিক হল, মুনমুনরা সকালেই ফিরে যাবে ৷সকাল সকাল দুধের ব্যাবস্থার কথা মুনমুন আর বলেনি শ্বাশুরীমাকে, উনি আবার জিজ্ঞেস করেন যদি, কেনো বুকের দুধ খায় না বেবী?
ব্রেস্ট মিল্কে পেট ভরেনা বেবীর, এটা মুনমুন ছাড়া কেও বুঝতে চায়না••••√•
খানিকটা আসার পর, মুনমুৱ বলল শচীনকে, বেবীর ক্ষিদের কথা ৷
শচীন ভোলাকে জিজ্ঞাসা করল•••••
ভোলা অশেকনগরের যশোর রোড চষে বেড়ানো ছেলে••••••
সোজা গুমা খালের পাড়ে নিয়ে গিয়ে একটা চা এর দোকানে গাড়ী থামালো ৷
মুনমুন ইতস্তত ভাবে গিয়ে দুধের কথাটা বলল, দোকানদার দিলেন দুধ এবং জিজ্ঞেস করলেন•••••
যদি আরো লাগে তবে ডাব্বায় করে নিয়ে যেতে পারেন৷
মুনমুন বেবীকে দুধ খাওয়ালো কোনো রকমে, বেবী একটু বেশী দুধ খেল মনে হল, হয় ক্ষিদে পেয়েছিল আর নয়ত দুধের স্বাদ হয়ত ভাল ছিল ৷
মুনমুন জিজ্ঞেস করল, কত টাকা দেব আপনাকে?
বয়স্ক দোকানদার, কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালেন মুনমুনের দিকে••••••••
তার পর বললেন, ম্যাডাম, আমরা ছোট্ট শিশুর জন্য এক কাপ দুধের পয়সা নি না ৷ যদি রাস্তায় খাওয়ার জন্য আরো লাগে তবে নিয়ে যেতে পারেন৷
মুনমুন গাড়ীতে বসে ভাবছিল•••••
বড় কে••••?
শহরের ওই লোকগুলো যারা বিনা স্বার্থে ১ ইঞ্চি জমিও ছাড়তে রাজি না, না, গ্রামের ওই অর্ধ উলঙ্গ চা ওয়ালা, যে অচেনা অজানাকেও অতিথী আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে দেয় না ৷
মুনমুনের বোধহয় কোনো ধারনাই ছিলনা যে, এই যুগেও পৃথিবীতে , বিনি পয়সায় কিছু পাওয়া যায় •••••